শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

বাংলা কবিতা দিবস ১লা আশ্বিন

প্রতি বছরের মতো এবারও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলা-উপজেলা শহরে বাংলা কবিতা দিবস পালিত হচ্ছে রোববার ১লা আশ্বিন ১৬ই সেপ্টেম্বর। তবে কোথাও-কোথাও দিবসটি ১৪ ও ১৫ই সেপ্টেম্বরও পালিত হয়েছে। গত শুক্রবার বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র ও পাক্ষিক বৈচিত্র-এর যৌথ উদযোগে বাংলা কবিতা দিবস পালিত হয় ১৫ নিউ বেইলি রোডের দ্বিতীয় ভবনের চতুর্থ তলায়। অনুষ্ঠানে কবিতা পাঠ, আলোচনা-আড্ডায় যোগ দেন কবি সাযযাদ কাদির, শাহীন রেজা, ফেরদৌস সালাম, রোকেয়া ইউসুফ, তাহমিনা কোরাইশী, শামসুনাহার, হোসাইন রিদওয়ান আলী খান, নূর কামরুননাহার, মেহের নিগার, কাফি কামাল, সালমান ফরিদ, শাহানা জেসমিন, কামরুজ্জামান, সাবিত সারোয়ার, জামিল জাহাঙ্গীর, কাজী ফারহানা ইয়াসমিন শান্তা, সেঁজুতি শুভ আহমেদ, তকিউদ্দিন মোহাম্মদ আকরাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত কবি আপন মাহমুদ স্মরণে শোক নিবেদন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন