বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

একজন কবি

অমিতাভ চক্রবর্তী

আগামী ১৪ই এপ্রিল কবি সাযযাদ কাদিরের ৬৫তম জন্মদিবস উপলক্ষে

অনেক শব্দ, অনেক বাক্য সাজাবার খেলায়,
রঙ-তুলি-চোখ-মন-মুখ মেঘের মেলায়
ভেসে-ভেসে অনেকগুলি নির্মম বছর
কাটালেন কবি, সম্মুখে তীব্র পশ্চিমি ঝড়।

অচঞ্চল হৃদয়মাঝে স্বপ্নের বকুল-ঝরা পথ,
মানুষের সংগ্রামে অশ্রু-ঘাম-রক্তের শপথ;
জিজ্ঞাসাভার মুক্ত হবে কবে বন্দি কবুতর?
পৃথিবীর মাটি থেকে মুছে যাবে লক্ষ বর্বর।

কিভাবে পৌঁছে যায় মানুষ মানুষের দরজায় ?
কিভাবে জীবন দৃপ্ত যৌবনকে আলিঙ্গন জানায়,
অভিমানী কবি জানে প্রতিটি রাত্রির কত দাম?
দুঃসাহসী নাবিক জানে চাঁদের কপালে কত ঘাম!

আকাশ বাতাস ফুল পাখি আর প্রিয় মানুষ,
দু’ হাতে ওড়ায় ঘুড়ি, পাহাড়ে আগুনে ফানুস,
কবিকণ্ঠে শুনি আজ নবপ্রজন্মের গণসংগীত
পদানত হয় না কখনও সীমান্তসৈনিক, জানে না হারজিত।

এমন একজন কবি আছেন আজ আমাদের মাঝে,
নববর্ষের নিমন্ত্রণ যার জানালায় সকাল ও সাঁঝে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন