বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

সাযযাদ কাদির

আসল নাম: শাহ নূর মোহাম্মদ। ডাক-নাম: বাবর। পিতা: এস এম আবদুস সালাম (মরহুম)। মা: মাহমুদা বেগম। স্ত্রী: আফরুনা বাবলি। পিত্রালয়: দেলদুয়ার, টাঙ্গাইল। মাতুলালয়: মিরের বেতকা, টাঙ্গাইল। শ্বশুরালয়: দেবত্র, মঠবাড়িয়া, পিরোজপুর। স্থায়ী ঠিকানা: আকুরটাকুর, টাঙ্গাইল। বর্তমান ঠিকানা: ২এ, আরবান পয়েন্ট; ১৪২এ, বীর উত্তম কে এম সফিউল্লাহ সড়ক (গ্রিন রোড), ঢাকা-১২১৫। ফোন: ৮১২০১৭২। সেল: ০১৭১৫-৪৪৫০৪৪; ০১৬৭৫-৩৮৩৪৪৬; ০১৯১৪-০৮৮০৯০; ০১৬৮২ ৪০৮৭৫২। ই-মেইল:

# ম্যাট্রিকুলেশন, বিন্দুবাসিনী হাই স্কুল, টাঙ্গাইল, ১৯৬২; এইচ এস সি (বিজ্ঞান > মানবিক): সা’দত কলেজ, করটিয়া > এম এম আলী কলেজ, কাগমারী, ১৯৬৬; বি এ সম্মান (১৯৬৯), এম এ (১৯৭০), বাংলা ভাষা ও সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
# কবিতা: যথেচ্ছ ধ্রুপদ; রৌদ্রে প্রতিধ্বনি; দূরতমার কাছে; দরজার কাছে নদী; আমার প্রিয়; এই যে আমি; কবিতাসমগ্র; জানে না কেউ; বিশ্ববিহীন বিজনে; বৃষ্টিবিলীন। গল্প: চন্দনে মৃগপদচিহ্ন; রসরগড়। গবেষণা: ভাষাতত্ত্ব পরিচয়; হারেমের কাহিনী: জীবন ও যৌনতা; রবীন্দ্রনাথ : মানুষটি; রবীন্দ্রনাথ : শান্তিনিকেতন। সঙ্কলন: রাজরূপসী; প্রেমপাঁচালি; পৃথিবীর প্রিয়প্রণয়ী; নারীঘটিত। শিশুতোষ: তেপান্তর; মনপবন; রঙবাহার; বীরবল নামা; এফফেনতি; উপকথন; উপকথন আরও; উপকথন আবারও; উপকথন ফের; ইউএফও: গ্রহান্তরের আগন্তুক; জমজমাট; জানা আছে জানা নেই; সাগরপার। অনুবাদ: লাভ স্টোরি; রসচৈনিক। স্মৃতিকথা: নানা রঙের দিন। সম্পাদনা: প্রবন্ধ সংগ্রহ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; প্রবন্ধ সংগ্রহ: বেগম রোকেয়া; বাংলার লোককথা। উপন্যাস: অপর বেলায়; অন্তর্জাল; খেই।
# সহকারী সম্পাদক: মাসিক কণ্ঠস্বর (১৯৬৬-৬৮); সহকারী সম্পাদক: মাসিক বিচিত্রা (১৯৬৮-৬৯); নিয়মিত প্রদায়ক: রহস্য পত্রিকা (১৯৬৮-); ভারপ্রাপ্ত সম্পাদক: সাপ্তাহিক রণাঙ্গন (১৯৭১-৭২); সম্পাদক: সাপ্তাহিক সংকেত (১৯৭২); সহকারী সম্পাদক: সাপ্তাহিক বিচিত্রা (১৯৭৬-৮২); সহকারী সম্পাদক: দৈনিক সংবাদ (১৯৮২-৮৫); সম্পাদক: সাপ্তাহিক আগামী, পাক্ষিক তারকালোক, কিশোর তারকালোক (১৯৮৫-৯২); বার্তা সম্পাদক / ফিচার সম্পাদক: দৈনিক দিনকাল (১৯৯২-৯৫); পরিচালক / সহযোগী সম্পাদক: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (১৯৯৫-২০০৪); যুগ্ম সম্পাদক: দৈনিক মানবজমিন (২০০৪-)। উপদেষ্টা সম্পাদক: সময়ের বিবর্তন; জলকণা। কলামনিস্ট: দৈনিক ইত্তেফাক; দৈনিক আমার দেশ, পাক্ষিক বৈচিত্র। প্রদায়ক: মাসিক সরগম।
# অধ্যাপক: বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ (১৯৭২-৭৬); কোর্স টিচার: স্টামফোর্ড ইউনিভারসিটি, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অভ কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন্‌স্‌, ফিল্ম ইনস্টিটিউট অভ বাংলাদেশ।
# ১৯৬৬ সাল থেকে রেডিও-টিভির বহু অনুষ্ঠান রচনা, পরিচালনা, উপস্থাপনা সহ অংশগ্রহণ। বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘তাৎক্ষণিক’ (১৯৮২), ‘প্রত্যয়’ (১৯৮৭), ‘শাণিত সংকল্প’ (১৯৯২-৯৫), ঈদের আনন্দমেলা ও বিশেষ নাটক রচনা ও পরিচালনা। গণচীনের রেডিও পেইচিং-এ ভাষা-বিশেষজ্ঞ (১৯৭৮-৮০)। বাংলা ডেস্কটপ পাবলিকেশনের অন্যতম পথিকৃৎ।
# প্রতিষ্ঠাতা সদস্য: লেখক সংগ্রাম শিবির (মার্চ, ১৯৭১)। জীবন সদস্য: বাংলা একাডেমী (৯৭৫)। সদস্য: বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড (১৯৯২-৯৫)। সাবেক সদস্য ও সভাপতি: বহুবচন, চম্পক (নাট্যগোষ্ঠী)। প্রতিষ্ঠাতা আহবায়ক / প্রেসিডিয়াম সদস্য: জাতীয় কবিতা পরিষদ, সামপ্রতিক সাহিত্যচিন্তা, আয়োজক, বুধসন্ধ্যা। কোষাধ্যক্ষ: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (১৯৮৬-৯২)। দপ্তর সম্পাদক: বাংলাদেশ লেখক ইউনিয়ন। আজীবন সদস্য: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। সদস্য: জাতীয় প্রেস ক্লাব। সমন্বয়কারী: সমালোচক সংঘ, বিশ্বসাহিত্য কেন্দ্র। বাংলাদেশ ফিল্ম ক্লাব প্রবর্তিত “বার্ষিক চলচ্চিত্র পুরস্কার-২০০৬”-এর জুরি বোর্ডের চেয়ারম্যান। প্রতিষ্ঠাতা: বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র। আজীবন সদস্য: সাধারণ গ্রন্থাগার, টাঙ্গাইল। উপদেষ্টা: বেড়াইদ গণপাঠাগার। আজীবন সদস্য: বানিয়াজুরী গণকেন্দ্র পাঠাগার। আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৩৮৭৭)। উপদেষ্টা: লেখক ফাউন্ডেশন।
# সেরা পরিচালক: টাঙ্গাইল জেলা নাট্য-উৎসব (১৯৭৬)। একুশে স্মৃতি স্বর্ণপদক (১৯৯৪)। শহিদ প্রেসিডেন্ট জিয়া স্বর্ণপদক (১৯৯৫)। কবি জসীম উদ্‌দীন পুরস্কার (১৯৯৭); নন্দিনী পুরস্কার (২০০১)। কবি সুকান্ত সাহিত্য পুরস্কার (২০০২)। সৈয়দ আবদুল মতিন স্বর্ণপদক (২০০২)। বাচসাস পুরস্কার ? আজিজ মিসির ক্রিটিক অ্যাওয়ার্ড (২০০২)। ট্রাব অ্যাওয়ার্ড ?  লাইফটাইম অ্যাচিভমেন্ট (ক্রিটিক) অ্যাওয়ার্ড (২০০৩)। এম নুরুল কাদের পুরস্কার (২০০৪)। কবিতা পরিষদ পুরস্কার, সাতক্ষীরা (২০০৪)। সাহিত্যে ময়মনসিংহ প্রেসক্লাব পদক (২০০৬)। শেকড় নাট্যগোষ্ঠী পুরস্কার (২০০৭)। কপোতাক্ষ সাহিত্য পরিষদ পুরস্কার (২০০৮)। টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার ? ভাষাসৈনিক শামসুল হক পদক (২০০৮)। বিজয় সাহিত্য পুরস্কার (২০০৮)। কবি বিষ্ণু দে পুরস্কার, সাংস্কৃতিক খবর (২২তম বাংলা কবিতা উৎসব), কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত (২০১০)।
সংবর্ধনা: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, থানা কমান্ড, দেলদুয়ার (১৯৯৭)। সংবর্ধনা: ভোরের কাগজ পাঠক ফোরাম, টাঙ্গাইল জেলা পরিবার (২০০১)। সংবর্ধনা: জাতীয় প্রেস ক্লাব (২০০৩)। সংবর্ধনা ও সম্মাননা: সাতক্ষীরা সাহিত্য একাডেমী (২০০৪)। সংবর্ধনা: অধ্যাপক সৈয়দ নূরুল হাসান ডিগ্রি কলেজ, ফারাক্কা, মুরশিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত (২০০৫)। গুণী সম্মাননা, বিন্দুবাসিনী স্কুল, টাঙ্গাইল (২০০৫)। শহিদ বুদ্ধিজীবী সম্মাননা (২০০৫)। সংবর্ধনা: ছন্দক, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত (২০০৭)।
গণচীনের রাজধানী পেইচিং-এ প্রথম বাংলা নাটক (মুনীর চৌধুরী’র “কবর”) পরিচালনা (২১.০২.১৯৮০)। রাষ্ট্রীয় সাংবাদিক প্রতিনিধি হিসেবে ফ্রান্সের রাজধানী প্যারিস সফর (নভেম্বর, ১৯৮৪)। রাষ্ট্রীয় কবি-প্রতিনিধি হিসেবে ফার্স্ট সাউথ এশিয়ান ফেসটিভ্যাল অব সার্ক কানট্রিস্‌-এ অংশগ্রহণ, ভারত (অকটোবর, ১৯৯২)। রাষ্ট্রীয় সাহিত্যিক-সাংবাদিক প্রতিনিধি হিসেবে কলকাতা বইমেলায় ‘বাংলাদেশ দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশগ্রহণ, ভারত (০৭.০২.২০০৯)। পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত আন্তর্জাতিক আলোচনাচক্রে সভাপতিত্ব ও প্রবন্ধ উপস্থাপন (বারাসত, ১২-১৩.০৩.২০০৯)।
# ১৯৬২: টাঙ্গাইলে শিক্ষা আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় সংগঠক। ১৯৬৯: ঢাকায় গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার ও সংগঠক। ১৯৭১: টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের রাজনৈতিক সংগঠক, হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার, মৃত্যুশিবিরে নৃশংসভাবে নির্যাতিত। ১৯৯০: স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন