বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

অবরুদ্ধ নগরীতে আমরা যেমন আছি-

কেমন আছি ১২ই মার্চকে ঘিরে হঠাৎ অবরুদ্ধ নগরীতে পরিণত রাজধানী ঢাকায়? অঘোষিতভাবে কিছু বলা নিষেধ, কোথাও চলা নিষেধ। সরকারের স্বউদ্যোগে অবরুদ্ধ এ নগরীতে অচল হয়ে পড়েছে জীবন। বাস, ট্রাক, টেম্পো, ট্যাক্সি, বেবিট্যাক্সি, ভ্যান চলছে হঠাৎ দু’একটি। বাইরে থেকে আসছে না, যাচ্ছেও না। লঞ্চ বন্ধ, ট্রেন না চলার মতো। পথে পথে যাত্রী দুর্ভোগ চরমে। অফিসে বা স্কুল-কলেজে যাওয়া-আসা প্রায় বন্ধ। অঘোষিত ছুটি চলছে নানা ব্যস্ত কার্যালয়ে। চাকাও ঘুরছে না অনেক কারখানা-ফ্যাক্টরিতে। মুমূর্ষু বা গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন আত্মীয়-স্বজনরা। কোথায় হাসপাতাল, ডাক্তার বা চিকিৎসা? মানুষ বড় বিপন্ন এখন রাজধানীতে। চারদিকে গুজব গুঞ্জন। তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা, নানা আশঙ্কা। বাজারে সরবরাহ নেই। হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। থলে হাতে শুকনো মুখে ঘুরছে খাদ্যসন্ধানী নর-নারী। ঘরে-ঘরে লোডশেডিং, আর বাইরে পুলিশ-র‌্যাব। ধরপাকড়, হেনস্তা, হয়রানি, চড়া হারে গ্রেপ্তার বাণিজ্য। সবার উপরে প্রশ্ন, কি হবে আজ? ঘটনাস্রোত গড়াবে কোন দিকে? কখন কিভাবে অবসান ঘটবে এই অবরুদ্ধতার? কোন বিক্ষোভ বিস্ফোরণে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন